Program বা প্রোগ্রাম কি ?
উত্তর :- সমস্যা সমাধানের জন্য বা কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের ধারাবাহিক নির্দেশনা সমূহকে প্রোগ্রাম বলে।প্রোগ্রামের ভাষা কি ?
উত্তর :- কম্পিউটারের নিজস্ব ও বোধগম্য ভাষার নির্দেশ প্রধানের জন্য ব্যবহৃত নির্দিষ্ট নিয়ম অনুযায়ী শব্দ, বর্ণ, সংকেত ইত্যাদির বিন্যাসকে একত্রে প্রোগ্রামের ভাষা বলে।
★বর্তমানে পাচঁ শতাধিক প্রোগ্রামের ভাষা আছে।
ভাষাকে গঠন বিচারে ও বৈশিষ্ট্য অনুযায়ী ৫ ভাগে ভাগ করা যায়।
★প্রথম প্রজন্মের ভাষা -১৯৪৫ - মেশিন ভাষা
★দ্বিতীয় প্রজন্মের ভাষা -১৯৫০ - অ্যাসেম্বলি ভাষা
★তৃতীয় প্রজন্মের ভাষা - ১৯৬০ - উচ্চতর ভাষা
★চতুর্থ প্রজন্মের ভাষা - ১৯৭০ - অতি উচ্চতর
★পঞ্চম প্রজন্মের ভাষা - ১৯৮০ - স্বাভাবিক
ফ্রি ইন্টারনেট সহ বিভিন্ন মোবাইল এবং কম্পিউটার টিপস পড়ুন এখানে
১.নিম্ন স্তরের ভাষা
২.মধ্যস্তরের ভাষা
৩.উচ্চস্তরের ভাষা
নিম্নস্তরের ভাষা :- কম্পিউটারের হার্ডওয়ারের জন্য প্রোগ্রাম রচনার ক্ষেত্রে যে ভাষা ব্যবহার করা হয় তাকে নিম্নস্তরের ভাষা বলে।
মধ্যস্তরের ভাষা :- যে ভাষায় একই সাথে বিট পর্যায়ের প্রোগ্রামিং এর মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায় তাকে মধ্যস্তরের ভাষা বলে।
উচ্চস্তরের ভাষা :- কম্পিউটার ব্যবহারকারীদের বোধগম্য এবং সমস্যা সমাধানের জন্য যে সব ভাষায় প্রোগ্রাম রচনা করা হয় তাকে উচ্চস্তরের ভাষা বলে।
কিছু ভাষার জনক
★C ভাষার জনক - ডেনিস রিচি
★C++ ভাষার জনক - বায়ার্ন স্ট্রিইওস্ট্রপ
★Java ভাষার জনক - জেমস গসলিং
★ পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন।
0 Comments