১.জ্যামিতি বিষয়ক রচিত ইউক্লিড এর বইটির নাম কি ? উ: ইলিমেন্টস বা Elements ২.জ্যা বা Geo শব্দের অর্থ কি ? উ: ভূমি (earth) ৩.মিতি শব্দের অর্থ কি ? উ: পরিমাপ (measure) ৪.জ্যামিতি বা Geometry শব্দের অর্থ কী ? উ: ভূমির পরিমাপ। ৫.ইলিমেন্টস বা Elements বইটি কত খন্ডে বিভক্ত ? উ: ১৩ খন্ডে। ৬.ইউক্লিড কোন দেশের পন্ডিত ছিলেন ? উ: গ্রিক। ৭.যার শুধু অবস্থান আছে দৈর্ঘ্যপ্রস্থ এবং বেদ নেই তাকে কি বলে ? উ: বিন্দু বলে। ৮.যার দৈর্ঘ্যপ্রস্থ আছে কিন্তু বেদ নেই তাকে কি বলে ? উ: তল। ৯.যার দৈর্ঘ্যপ্রস্থ ও বেদ (উচ্চতা) আছে তাকে কি বলে ? উ: ঘনবস্তু। ১০.যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেদ নেই তাকে কি বলে ? উ: রেখা। ১১.গোলকের মাত্রা কয়টি থাকে ? উ: ৩টি ১২.পিথাগোরাস কার শিষ্য ছিলেন? উ: থেলিস বা থালিস এর। ১৩.Elements বই কত খ্রিষ্ট পূর্বাব্দে লিখেন ? উ: ৩০০ খ্রিষ্ট পূর্বাব্দে।
from আউটসাইড নলেজ - Outside Knowledge. http://ift.tt/2gWDjvv
via IFTTT
from আউটসাইড নলেজ - Outside Knowledge. http://ift.tt/2gWDjvv
via IFTTT
0 Comments