Ads

সাধারণ জ্ঞান পর্ব -১ ।। Admission test, Varsity Competition, BCS সহ সকল পরিক্ষার প্রস্তুতি নিন

সাধারণ জ্ঞান পর্ব  -১    ।।  Admission test,  Varsity Competition, BCS সহ সকল পরিক্ষার প্রস্তুতি নিন

সাধারণ জ্ঞান পর্ব  -১    ।।  Admission test,  Varsity Competition, BCS সহ সকল পরিক্ষার প্রস্তুতি নিন     



সাধারণ জ্ঞান পর্ব  -১    ।।  Admission test,  Varsity Competition, BCS সহ সকল পরিক্ষার প্রস্তুতি নিন     


1.বাবরনামা কে লিখেছেন ? 
- জহিরউদ্দীন মুহাম্মদ বাবর
2." বঙ্গবন্ধু -১" স্যাটেলাইট কোন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ? 
-ডাক ও টেলিযোগাযোগ 
3.বাংলাদেশে স্থাপিত প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কোথায় ?
-বেতবুনিয়া
4.YouTube এর সহ প্রতিষ্ঠাতা জাবেদ করিম কোন দেশের ? 
-বাংলাদেশের
5.বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান  কোনটা ? 
-BERC
6.বাংলায় মুসলিম আদিপত্য বিস্তারেট সূচনাকারী ? 
-বখতিয়ার খলজি
7.বাংলার মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষার প্রচলনের জন অগ্রণী ভূমিকা পালন করেন  কে ? 
-নওয়াব আবদুল লতিফ 
8. বাংলাদেশ নামকরণ করা হয় কখন  ? 
-১৯৬৯ সালে ফেব্রুয়ারি মাসে 
9.ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়  নাথান কমিশন কখন গঠিত হয়েছিল ? 
-১৯১২ সালে 
10. দেশের প্রথম ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘর কোথায় ? 
-সোহরাওয়ার্দী উদ্যানে 
11. বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে কোন দেশে ? 
-যুক্তরাষ্ট্রে
12. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কখন ? 
-১৯২১ সালে
13."Spirit of Nations" গ্রন্থের লেখক কে ? 
-ভলতেয়ার
14.মোগল আমলে বাংলার রাজধানী ছিল  ? 
-সোনারগাঁওয়ে 
15.বাংলার রাজধানী ঢাকায় প্রথম স্থাপিত হয় ? 
-১৬১০ সালে 

আজকের এই পর্যন্ত । 
আমাদের  গ্রুপে জয়েন হতে নিচের লিংকে ক্লিক করুন 


ফেইসবুকে আপডেট থাকার জন্য আমাদের পেইজে লাইক দিন  
👎👎👎            


Post টি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ।    
ভালো থাকুন, সুস্থ থাকুন।।     
আল্লাহ হাফেজ।   

Post a Comment

0 Comments