![]() |
সাহিত্যে নোবেল ২০১৯ । জানুন ২০১৮ সালে সাহিত্যে নোবেল বাতিল হওয়ায় ২০১৯ সালে দেওয়া হয়। |
যে সব বিষয়ে নোবেল পুরষ্কার দেওয়া হয় তার মধ্যে সাহিত্য অন্যতম একটি শাখা।
আজকে জেনে নিন
সাহিত্যে নোবেল ২০১৯ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
২০১৯ সালের জন্য পেয়েছেন - পিটার হ্যান্ডকে (অস্ট্রিয়া)২০১৮ সালের জন্য পেয়েছেন - ওলগা টোকারচুক ( পোল্যান্ড)
জেনে রাখা ভালো :-
নারীদের যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন #METOO এর জন্য ২০১৮ সালে সাহিত্যে নোবেল ঘোষণা করা হয় নি।
তাই এই বছর একসাথে ২ বছরের নোবেল ঘোষণা করা হয়েছে।
ওলগা তোকারসুগ ২০১৮ সালে ম্যানবুকার পদক পেয়েছিলেন।
পিটার হ্যান্ডকের উল্লেখযোগ্য বই-
1. A sorrow beyond dreams (1972)
2.Short letter,Long Farewell (1972)
3.Storm Still (2010)
ওলগা তোকারসুগের উল্লেখযোগ্য বই-
1. Primeval and other times (1996)
2. Drive your plow over the bones of the dead (2009)
3. Flights (2007)
★★★সাহিত্যে নোবেল পদক ঘোষণা করে - দ্যা সুইডিশ একাডেমি
0 Comments