Ads

খেলাধুলা নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর। সাধারণ জ্ঞান । বাংলাদেশের খেলাধুলা।

খেলাধুলা নিয়ে সাধারণ জ্ঞান  প্রশ্ন  ও উত্তর। সাধারণ  জ্ঞান । বাংলাদেশের  খেলাধুলা।
খেলাধুলা নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর। সাধারণ জ্ঞান । বাংলাদেশের খেলাধুলা।


বাংলাদেশের ক্রীড়াজগৎ
জানুন খেলাধুলা বিষয় নিয়ে। 

খেলাধুলা নিয়ে সাধারণ জ্ঞান  প্রশ্ন  ও উত্তর। 
 ★জাতীয় ক্রীড়া পরিষদ (NSC-National Sports Council) কবে গঠিত হয় ? 
 -১৯৭২ সালে
★জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি কে ?
 - ক্রীড়ামন্ত্রী।
 ★বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি ?
 - Ministry of Youth & Sports Bangladesh
 ★যুব উন্নয়ন মন্ত্রণালয়কে বিলুপ্ত করে কবে যুব উন্নয়ন বিভাগ সৃষ্টি করা হয় ?
 - ১৯৮২ সালে (যুব উন্নয়ন মন্ত্রণালয় নামে প্রতিষ্ঠা লাভ করে ১৯৭৮ সালে)
 ★যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কবে সৃষ্টি করা হয় ?
 - ১৯৮৪ সালে
 ★BKSP কবে, কোথায় প্রতিষ্ঠিত হয় ?
 - ১৪ এপ্রিল ১৯৮৬;জিরানি, সাভার,( ঢাকা)
 ★BKSP এর ফুটবলাররা কবে ডেনমার্কের আন্তর্জাতিক ডানা কাপ ও সুইডেনের গোথিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ?
 - ১৯৯০ সালে
★বৌ চি কিসের নাম ?
 - খেলা
 ★বিকেএসপি কোথায় অবস্থিত ?
 - সাভারে
 ★ বাফুফে এর পূর্ণ অভিব্যক্তি বা পূর্ণরূপ কি ?
 - বাংলাদেশ ফুটবল ফেডারেশন (Bangladesh Football Federation) 
 ★বাংলাদেশ কবে FIFA বা ফিফার সদস্যপদ লাভ করে ? - ১৯৭৬ সালের ১লা জানুয়ারি
 ★বাংলাদেশ কবে এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) এর সদস্যপদ লাভ করে ?
 - ১৯৭৩ সালে
 ★ ফেডারেশন কাপ ফুটবল কবে শুরু হয় ?
 - ১৯৮০ সালে
 আজকের পর্ব এই পর্যন্ত।
 আমাদের সাইটে যুক্ত থাকুন সব সময়।
 নিজেকে আপডেট রাখুন জ্ঞানের জগতের সাথে।
 ধন্যবাদ।

 আল্লাহ হাফেজ 

Post a Comment

0 Comments