Ads

সাধারণ জ্ঞান প্রস্তুতি নিন পর্ব -২

Bcs,Admission test,University Exam

1.ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করেন কে ?
 - রাজা নেবুচাঁদনেজার
2." টিপু সুলতান কোন অঞ্চলের শাসনকর্তা ছিলেন ?
 -মহীশূর
3."Republic " গ্রন্থের রচয়িতা কে ?
 -প্লেটো
 4.ফরাসি বিপ্লবের শিশু নামে পরিচিত কে ?
 -নেপোলিয়ন
 5.ওয়াটারলু যুদ্ধের জয়ী সেনাপতি কে ?
 -ডিউক অব ওয়েলিংটন
 6.কোন সভ্যতার সময় চাকা আবিষ্কার হয় ?
 -সুমেরীয় সভ্যতায়
7.বৃত্তকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করেন কারা ?
 -অ্যাসেরীয়রা
 8. পৃথিবীর সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে ? -মান্দারিন
 9.আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয় কখন ? -১৯৮৯ সালে
 10. দক্ষিণ এশিয়ার সর্বমোট মোট দেশ কয়টি ?
 -৯টি
11. গারুদা কোন দেশের বিমান সংস্থা ?
 -ইন্দোনেশিয়া
 12. কলকাতা নগরীর পত্তন করে কে ?
 -জব চার্নক 13.উত্তর এবং দক্ষিণ কোরিয়া বিভক্ত হয় কখন ?
 -১৯৪৫ সালে
14.রাশিয়া এবং জাপানের মধ্যে দ্বন্দ্ব
 -কুড়িল দ্বীপপুঞ্জ নিয়ে
 15. ভাস্কর্য "সাবাস বাংলাদেশ" কোথায় অবস্থিত ? -রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

Post a Comment

0 Comments