Ads

সাম্প্রতিক সাধারণ জ্ঞান জেনে নিন




জানুন অজানাকে।
সাধারণ জ্ঞান প্রস্তুতি নিন আমাদের সাথে।
সাধারণ জ্ঞান সহ বিভিন্ন শিক্ষামূলক  টপিকগুলো পাবেন
আমাদের সাইটে।

আজকের নিয়ে আসলাম নতুন কিছু তথ্য।
জেনে নিন সবার আগে।

♦জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সম্প্রতি প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?
= কালি ও কলম।
 উন্মোচন – ৯ ফেব্রুয়ারি, ২০২০।
 সম্পাদক – আবুল হাসনাত।
( নোট:  কালি ও কলম সাহিত্যের  সম্পাদক প্রেমেন্দু মিত্র )
♦ বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্রের  পরিচালক শ্যাম বেনেগাল
♦সম্প্রতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নোভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?
= উহান, হুবেই প্রদেশ, চীন।
♦ আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ কবে চ্যাম্পিয়ন হয়?
=৯ ফেব্রুয়ারি, ২০২০
♦ব্রেক্সিটের ফলে European Union (EU) কে যুক্তরাজ্যের কী পরিমাণ অর্থ দিতে হবে?
= ৩৯ বিলিয়ন পাউন্ড।
♦ ‘একুশের দিনলিপি’ বইটি কার লেখা?
= ভাষা সংগ্রামী আহমদ রফিক।
♦ ‘বঙ্গবন্ধুর বীরগাঁথা’ বইটির লেখক কে?
=সৈয়দ শামসুল হক।
♦ বাংলাদেশ কবে নাগাদ স্যাটেলাইট-২ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে?
= ২০২৩ সাল।
♦‘বঙ্গবন্ধু শিল্পনগর’ কোথায় অবস্থিত?
= চট্টগ্রাম।
♦চট্টগ্রাম বন্দরের গভীরতা কত?
= সাড়ে ৯ মিটার।
♦ ইউরোপীয় পার্লামেন্টের বর্তমান সদস্য সংখ্যা কত?
= ৭৫১ জন।
♦বর্তমানে বাংলাদেশের কৃষিপণ্য বিশ্বের কতটি দেশে রফতানি হচ্ছে?
=১২১টি।
♦জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তৃতীয় বই ‘আমার দেখা নয়াচীন’ কখন রচনা করেন?
=১৯৫৪ সালে, কারাগারে রাজবন্দি থাকাকালে।
♦বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ কবিতাটি কার লেখা?
= শামসুর রাহমান।
♦ ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি?
= পালাজো চিগি।



★ দেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেফন করা হয়
– ১১ মে ২০১৮
★ নিজস্ব স্যাটেলাইটের মালিক হিসেবে বাংলাদেশ বিশ্বে
– ৫৭ তম
★ বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়
– ৪ সেপ্টেম্বর ২০১৮, সাফ গেমসে প্রচারের মাধ্যমে
★ এই স্যাটেলাইটের বাণিজ্যিক সম্প্রচার শুরু হবে
– অক্টোবর, ২০১৮
★ দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়
– ১৩ সেপ্টেম্বর ২০১৮, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন
★ দেশের প্রথম Y আকৃতির সেতু উদ্বোধন করা হয়
– ১৬ সেপ্টেম্বর ২০১৮, তিতাস নদীর উপর নির্মিত
★ বাংলাদেশের প্রথম বৃহদাকার সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে
– কক্সবাজারের টেকনাফে,
যেখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় – ১৩ সেপ্টেম্বর ২০১৮
★ ৫ মিনিটের মধ্যে রক্ত পরীক্ষা করে জানা যাবে ক্যান্সার আছে কিনা, এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন
– শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা
★ টপোলজিক্যাল ক্যাগোমে কোয়ান্টাম চুম্বক  আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বিজ্ঞানী
– ড. জাহিদ হাসান
★ বিশ্বে প্রথমবারের মতো ইলিশ মাছের জীবন রহস্য উম্মোচন করেছেন
– বাংলাদেশের বিজ্ঞানীরা
★ কুলাউড়া -শাহবাজপুর রেলওয়ের পুর্নবাসন প্রকল্প উদ্বোধন করা হয়
 – ১০ সেপ্টেম্বর ২০১৮


১.খেতাবপ্রাপ্ত একমাত্র উপজাতি মুক্তিযোদ্ধা?
উঃ ইউ কে চিং।
২.বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি?
উঃ চট্টগ্রাম
৩.মাস্টারদা সূর্যসেনের ফাঁসিকার্যকর হয় কোথায়?
উঃ চট্টগ্রামে।
৪.বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত?
উঃ ২৫ বছর।
৫.বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম তম বয়স কত দরকার?
উঃ ৩৫ বছর।
৬.বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি?
উঃ ভালুকা, ময়মনসিংহ।
৭.জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্ব প্রথম দায়িত্ব পালন করেন?
উঃ স্যার গ্লাডউইন জেব।
৮.বাংলাদেশ ডাক বিভাগের শ্লোগান কোনটি?
উঃ সেবাই আদর্শ।
৯.মুক্তিযুদ্ধে মোট নারী মুক্তিযোদ্ধা কত জন?
উঃ ২০৩ জন।
১০.'ইউনেস্কো' কত সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
উঃ ১৯৯৯ সালে।
১১.ফিফা বর্ষসেরা পুরস্কার চালু হয় কত সালে?
উঃ ১৯৯১ সালে।।

Post a Comment

1 Comments