#All_About_BCS
বিসিএস সম্পর্কিত বিবরণ বিসিএস এর পূর্ণরূপ বাংলাদেশ সিভিল সার্ভিস।14 ই মে 1982 সালে সাব ক্যাডার গুলো বিলুপ্ত করে গঠন করা হয় 28 টি ক্যাডার।
20 আগস্ট 1985 সালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ক্যাডার কে ভেঙ্গে দুটি স্বতন্ত্র ক্যাডার গঠন করা হয়। ফলে সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা 29 টি তে উন্নীত হয়..
31 আগস্ট 1986 সালে জারিকৃত এক সংশোধনী বিজ্ঞপ্তি বলে সমবায় ক্যাডার গঠন করলে সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা হয় 30 টি..
16 ই মার্চ 1992 সালে প্রশাসন এবং সচিবালয় ক্যাডার একীভূত করে গঠন করা হয় প্রশাসন ক্যাডার। তখন সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা আবারো 29 টি তে নেমে আসে। 1 নভেম্বর 2007 সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হলে বিলুপ্তি ঘটে বিসিএস বিচার ক্যাডারের।
ফলে সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা হয় 28 টি।
15 সেপ্টেম্বর 2014 সালে টেলিকমিউনিকেশন ক্যাডার বিলুপ্ত করা হলে ক্যাডারের সংখ্যা হয় 27 টি।
13 ই নভেম্বর 2018 সালে সর্বশেষ বিসিএস ইকনমিক ক্যাডার কে বিলুপ্ত করে তা বিসিএস প্রশাসন ক্যাডার এর সাথে একীভূত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর ফলে 41 তম বিসিএস থেকে থাকবেনা ইকনমিক ক্যাডার। 1982 সালে গঠিত বিসিএস ইকনমিক ক্যাডার বিলুপ্ত হওয়ায় বাংলাদেশ সিভিল সার্ভিসে বর্তমানে ক্যাডার সংখ্যা 26 টি..
★★★ বর্তমান ক্যাডার রয়েছে 26 টি ক্যাডার গুলো হলো
(প্রশাসন)
(আনসার)
(নিরীক্ষা ও হিসাব)
(শুল্ক ও আবগারী)
( সমবায়)
(পরিবার পরিকল্পনা)
(খাদ্য)
(পররাষ্ট্র)
(তথ্য)
(পুলিশ)
(ডাক)
(রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
(কর)
(বাণিজ্য)
(কৃষি)
(মৎস্য)
(বন)
( সাধারণ শিক্ষা)
(স্বাস্থ্য) (পশুসম্পদ) (জনস্বাস্থ্য ও প্রকৌশল)
(গণপূর্ত)
(রেলওয়ে প্রকৌশল)
( সড়ক ও জনগণ)
(পরিসংখ্যান)
(কারিগরি শিক্ষা)
Don't forgot to Share with your friend.
★★★ Note:- Don't Copy from here without permission. All right reserved ©2018
2 Comments
go on..
ReplyDeleteThanks
Delete