জেনে নিন নিত্য স্ত্রী এবং পুরুষ বাচক শব্দ গুলো । সাথে আছে মনে রাখার সহজ কৌশল।
![]() |
জেনে নিন নিত্য স্ত্রী এবং পুরুষ বাচক শব্দ গুলো । সাথে আছে মনে রাখার সহজ কৌশল। |
জেনে নিন কিছু নিত্য স্ত্রীবাচক শব্দ
এবং
কিছু নিত্য পুরুষ বাচক শব্দ ।
ত প্রথমে জেনে নিই নিত্য পুরুষ বাচক শব্দ
রাষ্ট্রপতি, যোদ্ধা, ঢাকী, কাপুরষ, অকৃতদার, কবিরাজ, কৃতদার ।আরও আছে আপাতত এগুলো জেনে রাখুন ।
এবার জেনে নিই নিত্য স্ত্রী বাচক শব্দ
কুলটা,অর্ধাঙ্গী, ডাইনি, বাইজি,শাঁকচুন্নি, সপত্নী, রুপসী,অনূঢ়া, বিমাতা,অঙ্গনা,কলঙ্কিনী, সতীন, সৎমা,এয়ো,দাই,সধবা, বিধবা ।
এবার জেনে নিই কিভাবে মনে রাখবেন তার কৌশল
নিত্য পুরুষ বাচক শব্দ মনে রাখার কৌশল :-
রাষ্ট্রপতি ঘোষণার পর যোদ্ধা ঢাকী ঢাক পিটিয়ে কাপুরষ অকৃতদার কবিরাজদের কৃতদার হতে বললেন ।
নিত্য স্ত্রী বাচক শব্দ মনে রাখার কৌশল :-
সধবা হোক আর বিধবা হোক সপত্নী হওয়া সত্ত্বেও সতীনেরা একে অন্যকে শাঁকচুন্নি, ডাইনি,বাইজি,কলঙ্কিনী ও কুলটা বলে গালি দেয়।
অসূর্যম্পশ্যা শাখিনী অন্তঃস্বত্ত্বা তাই সৎমা এয়ো দাই খুঁজতে গেল। শাখিনীর মা বলল "সুজলা, সুফলা, রুপসী অরক্ষণীয়া খাঁটি অর্ধাঙ্গী পেতে ললনাদের সুরক্ষা করা উচিত।
আজকের পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
পরবর্তী পর্ব আসার সাথে সাথে পেতে
আমাদের সাইটের Bell icon এ ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন ।
ধন্যবাদ ।
Thanks a lot
ReplyDelete