![]() |
দোয়া নিয়ে দুটি বিশেষ হাদিস |
দোয়ার ব্যাপারে অত্যন্ত চমৎকার একটি হাদীস, যা
আমাদের অন্তরে খুশির বন্যা বয়ে দিবে!
রাসূলুল্লাহ (সা.) বলেন,
"যখনই কোন মুসলমান পাপ ও আত্মীয়তা নষ্ট করা ছাড়া অন্য
যেকোন বিষয় আল্লাহর কাছে প্রার্থনা করে তখনই আল্লাহ তার
প্রার্থনা পূরণ করে তাকে তিনটি বিষয়ের যেকোন একটি দান
করেন :
(১) হয় তার কাঙ্ক্ষিত বস্তু সাথে সাথেই দিয়ে দেন;
(২) অথবা তার দোয়াকে (দোয়ার সওয়াবকে) তার আখিরাতের জন্য
সঞ্চয় করে রাখেন;
(৩) অথবা দোয়ার পরিমাণে তার অন্য কোন (অনাগত) বিপদ (যা
আসতে পারত) দূর করে দেন।"
একথা শুনে সাহাবাগণ বলেন," ইয়া রাসূলুল্লাহ! তাহলে আমরা বেশি
বেশি দোয়া করব। তিনি উত্তরে বলেন, আল্লাহ তা'আলা
আরো বেশি (কবুল করবেন)।"
হাদিসের মান সহীহ।(তিরমিযি ৫/৫৬৬; আহমাদ ৩/১৮; হাকিম
১/৬৭০; মাজমাউয যাওয়াইদ ১০/১৪৭-১৪৮)
অপর একটি হাদীসে এসেছে,
কিয়ামাতের দিন যখন বান্দা দোয়ার
বিনিময়ে সঞ্চিত সওয়াবের পরিমাণ দেখবে তখন কামনা করবে,
যদি তার কোন দোয়াই দুনিয়াতে কবুল না হতো! সবই আখিরাতের জন্য জমা থাকতো!
হাদীসটি অকাট্য নয়, য'ঈফ। (আত-তারগীব ২/৪৭৫-৪৭৬)
একটি সতর্কবাণী : হাদীসে এসেছে, যখন কেউ বলে,আমি তো দোয়া করলাম! কবুল তো হলো না!তখন সেক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। অন্য হাদীসে এসেছে, এমতাবস্থায়সে হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়। ফলে তার দোয়াবিফলে চলে যায়।
(মুসলিম ৪/২০৯৫; মাজমাউয যাওয়াইদ ১০/১৪৭ সনদ হাসান)
0 Comments